শিরোনাম
ঝিনাইদহে শিশু-নারী উন্নয়নে প্রশিক্ষণ
প্রকাশ : ২৫ মে ২০১৭, ০৪:২৪
ঝিনাইদহে শিশু-নারী উন্নয়নে প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার দিনব্যাপী সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


জেলা তথ্য অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো. রেজাউর রহমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিএসপি-২ প্রকল্পের ডিস্ট্রিক্ট ফেসিলিটেটর ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুলশান আরা, সহকারী তথ্য অফিসার এস কে ইমাম মেহেদি শাহ আলম।


কর্মশালায় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী, কাজী, শিক্ষক ও নেতৃস্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ। কর্মশালায় ৩০ জনকে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় প্রশিক্ষণ দেয়া হয়।


বিবার্তা/কোরবান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com