শিরোনাম
কেশবপুরে গণহত্যা দিবস পালিত
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৭:০৮
কেশবপুরে গণহত্যা দিবস পালিত
কেশবপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কেশবপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কেশবপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দফতর সম্পাদক মফিজুর রহমান মফিজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।


আরো বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম বাবর আলী, মশিয়ার দফাদার, কবির হোসেন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, উপজেলা যুবলীগের আহ্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম পান্না, যুগ্ম-আহ্বায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহিদুজ্জামান শহিদ প্রমুখ।


অপরদিকে, কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্যুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক আশরাফ আলী, হুসনে আরা, শিক্ষার্থী আল আমিন প্রমুখ।


বিবার্তা/সাঈদ/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com