শিরোনাম
উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই: দোলন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ২১:৩৯
উন্নয়নের জন্য নৌকার বিকল্প নেই: দোলন
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন বলেছেন, নৌকা শুধু আওয়ামী লীগের দলীয় প্রতীক নয়, এটি নদীমাতৃক বাংলাদেশের সংস্কৃতির অংশ। উন্নয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করতে আগামী জাতীয় নির্বাচনে নৌকাকেই বেছে নিতে হবে।


সোমবার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা বাজার বণিক সমিতির উদ্যোগে মধুমতি নদীতে এক নৌকাবাইচের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


দোলন বলেন, ‘আমাদের বাঙালি ও বাংলাদেশের সংস্কৃতির অন্যতম একটি উপভোগ্য বিষয় এই নৌকা। নৌকাবাইচ নদীমাতৃক এই বাংলাদেশের প্রধান সংস্কৃতির অংশ। নৌকা আমরা আমরা সবাই পছন্দ করি। আর তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌকাকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নিয়েছিলেন।’


‘যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন সেই বঙ্গবন্ধু নৌকাকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক হিসেবে বেছে নিয়েছেন। আজকে আমরা এখানে নৌকাবাইচ উপভোগ করব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে, বাংলাদেশ থেকে বিএনপি-জামায়াত, জঙ্গিবাদকে প্রতিহত করতে সবাই ঐক্যবদ্ধ থাকব।’



আগামী জাতীয় নির্বাচনে আবার আওয়ামী লীগকে বিজয়ী করার আহবান জানান অনলাইন সংবাদ মাধ্যম ঢাকাটইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক। বলেন, ‘এই অঞ্চলের উন্নতি ও অগ্রগতির জন্য শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এটি বিশেষ প্রয়োজন। উন্নয়নের অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য শেখ হাসিনার বিকল্প নাই। ...যোগ্য, দক্ষ, মানুষের কাজে আসে এমন ব্যক্তি যেন আগামীতে নৌকার মাঝি হয়, শেখ হাসিনার আপনাদের ও আমার সেই আবেদন।’



নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম জালাল উদ্দিন আহমেদ, ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান আহাদুল হাসান আহাদ, বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ূন কবীর বাবু, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান প্রমুখ।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com