শিরোনাম
টাঙ্গাইলে মানবপাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫
টাঙ্গাইলে মানবপাচার প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘গণসচেতনতা তৈরি করি, মানব পাচার বন্ধ করি’ এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে ‘মানবপাচার প্রতিরোধে বিচার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুরীকরণের উপায়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রেসক্লাবে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এর আয়োজন করে।


ইউএসএআইডির অর্থায়নে ও উইনরকের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি ড. কামরুজ্জামানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সেম্পাল জেলা জজ মো. আবুল মনসুর মিয়া।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ তারিক হায়দার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, উইনরক ইন্টারন্যাশনালের ম্যানেজার মুজাহেদুল ইসলাম।


অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা সোহেল, কর্ডিনেটর মো. মোজাম্মেল হক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রোসেকিউটর সিরাজুল ইসলাম, জেলা বার সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার আব্দুল সোবাহান এনজিও ফোরামের শামীম আল মামুন।


বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সদস্য ও 'প্রথম আলো’র জেলা প্রতিনিধি কামনাশীষ শেখরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যডভোকেট আতাউর রহমান আজাদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, সাংবাদিক হাবিব খান, জেলা ব্র্যাক প্রতিনিধি মোহাম্মদ মুনির হোসাইন খান প্রমুখ ।


অনুষ্ঠানে আত্মসচেতনা, গণসচেতনা, মানবপাচার, নিরাপদ কর্মসংস্থান, নারী ও শিশু পাচার রোধে আলোচনা করা হয়।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com