শিরোনাম
''শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন থেমে যাবে''
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৯
''শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে উন্নয়ন থেমে যাবে''
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উন্নয়নের ধারা ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখতে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার আহবান জানিয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনে নৌকা মার্কার মনোনয়নপ্রত্যাশী আরিফুর রহমান দোলন।


শুক্রবার সকালে ফরিদপুরের বোয়ালমারীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে উপজেলা কৃষকলীগ ও পৌর কৃষক লীগের বর্ধিত সভায় তিনি বলেন, ''শেখ হাসিনা জনগণের প্রকৃত বন্ধু। তিনি যদি প্রধানমন্ত্রী না হন তাহলে এ দেশের উন্নয়ন ও অগ্রগতি থেমে যাবে।''


পদ্মাসেতুর উদাহরণ টেনে দোলন বলেন, ''যে সেতু আজ হচ্ছে তা যেন না হয় সেজন্য বিএনপি-জামায়াত, ড. ইউনুস বিশ্ব ব্যাংককে বুঝিয়ে ঋণ বন্ধ করে দিয়েছিল। তারপরও শেখ হাসিনা দমে যান নাই। তিনি আমাদের সাধারণ মানুষের টাকাতেই এই পদ্মা সেতু করছেন। শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসতে না পারেন এই পদ্মা সেতুর কাজও থমকে যাবে।''


ফরিদপুর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য দোলন বলেন, ''শেখ হাসিনার আওয়ামী লীগই দেশের মুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মান দিয়েছে। আর বিএনপি যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা দিয়েছিল। লুটপাট করে তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। যারা মুক্তিযুদ্ধে দোশদ্রোহীতা করেছে সেই রাজাকারদের এই সরকার ফাঁসিতে ঝুলিয়েছে। আজকে সেই দল প্রতিশোধ নিতে ঐক্যবদ্ধ হচ্ছে। তারা যদি ক্ষমতায় আসে তাহলে হানাহানি, কাটাকাটিতে দেশ আবার পিছিয়ে যাবে।''



বোয়ালমারি উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ আব্দুর রহমান বাশারের সভাপতিত্বে ও সদস্য সচিব মনিরুজ্জামান মৃধা লিটনের পরিচালনায় বর্ধিত সভায় আরও বক্তব্য দেন জেলা কৃষকলীগের সদস্য সচিব ও জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার দাস, পৌর কৃষকলীগের সভাপতি রোকন উদ্দীন আহম্মেদ, জেলা কৃষকলীগের সদস্য ও সাবেক ঘোষপুর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোশিউল আজম বাবু, চতুল ইউপি কৃষকলীগের সভাপতি গাজী শামসুজ্জামান খোকন, হাসামদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী প্রমুখ।


বিবার্তা/হাসান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com