শিরোনাম
মির্জাপুরে ভাতার বই বিতরণ
প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ২২:৫১
মির্জাপুরে ভাতার বই বিতরণ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে অনুষ্ঠিত হয়েছে ভাতা উৎসব। সরকারের দেয়া বয়স্ক, বিধবা, অস্বচ্ছল প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতার বই বিতরণ করা হয় এই উৎসবে।


সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভাতা উৎসবের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।


উপজেলা পরিষদ ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত ভাতা উৎসবে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল হামিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, উপজেলা সমাজসেবা অফিসার খাইরুল ইসলাম প্রমুখ।



সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৭-১৮ অর্থ বছরে উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১ হাজার ৩৬১ জন বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে নতুন ভাতা বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকতা খাইরুল ইসলাম জানান।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com