শিরোনাম
চলে গেলেন বিমানের মহাব্যবস্থাপক হাসান চৌধুরী
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ০২:৩১
চলে গেলেন বিমানের মহাব্যবস্থাপক হাসান চৌধুরী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (অব.) হাসান আহমেদ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি।


মৃত্যুকালে তিনি তার মা, স্ত্রী, দুই ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হাসান আহমেদ চৌধুরী সুনামগঞ্জ নিবাসী এম এস চৌধুরী ও রওশন সিদ্দিক চৌধুরীর বড় সন্তান।


বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।


হাসান আহমেদ চৌধুরী বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৯০ সালে অপারেশন্স ইনস্ট্রাক্টর হিসেবে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে (বিএটিসি) যোগদান করেন।


বিমানে সুদীর্ঘ ২৭ বছর চাকরি জীবনে তিনি অধ্যক্ষ বিএটিসি, মহাব্যবস্থাপক প্রশাসন ও মহাব্যবস্থাপক সিএমআইএস হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com