শিরোনাম
গোপালগঞ্জ পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট
প্রকাশ : ২৯ জুন ২০১৮, ২০:২৯
গোপালগঞ্জ পৌরসভার দেড়শ কোটি টাকার বাজেট
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

২০১৮-২০১৯ অর্থ বছরের জন্য গোপালগঞ্জ পৌরসভার ১৫০ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ১১৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার হল রুমে পৌর মেয়র কাজী লিয়াকত আলী এ বাজেট ঘোষণা করেন।


ঘোষিত ওই বাজেটে আয় দেখানো হয়েছে ১৫১ কোটি ২৭ লাখ ৩১ হাজার ১৩৮ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১৫০ কোটি ৮৭ লাখ ৫১ হাজার ১১৪ টাকা। এছাড়া উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩৯ লাখ ৮০ হাজার ২৪ টাকা।


বাজেট ঘোষণার সময় মেয়র কাজী লিয়াকত আলী মাদক, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত সুন্দর ও পরিচ্ছন্ন আধুনিক ডিজিটাল গোপালগঞ্জ শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


বাজেট ঘোষণার অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, পৌর কমিশনারবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শিমুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com