শিরোনাম
টাঙ্গাইলে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশ : ১২ জুন ২০১৮, ২২:২৯
টাঙ্গাইলে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ইভটিজিংয়ের প্রতিবাদ ও নারীদের নিরাপদে পথচলা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ক্যাপসুল মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন টাঙ্গাইল ক্লাবের সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইলের সাংষ্কৃতিককর্মী সাম্য রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (বড় মনির), মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিপ্লব প্রমুখ।


বক্তারা বলেন, আমাদের মা-বোনরা রাস্তা-ঘাটে নিরাপদে চলাফেরা করতে পারে সেরকম পরিবেশ চাই। কোনো বখাটে যেন কোনো মেয়েকে ইভটিজিং কিংবা কোনো খারাপ মন্তব্য করতে না পারে সেজন্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছি। আমরা চাই এ সকল বখাটের সর্ব্বোচ শাস্তি হোক।



উল্লেখ্য, গত ১০ জুন কয়েকজন বখাটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে টাঙ্গাইল শহরের ক্যাপসুল মার্কেটের আশপাশের কয়েকটি মেয়ের ভিডিও করে, খারাপ মন্তব্য করে এবং তার বন্ধুদের তা দেখার জন্য বলে। পরে এ ভিডিওটি ভাইরাল হয়ে পড়লে টাঙ্গাইল ডিবি পুলিশ চারজন বখাটেকে আটক করে।


বিবার্তা/তোফাজ্জল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com