শিরোনাম
নরসিংদীতে বেসরকারি হাসপাতালকে জরিমানা
প্রকাশ : ০১ জুন ২০১৮, ০১:৪৮
নরসিংদীতে বেসরকারি হাসপাতালকে জরিমানা
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রজমান মাসকে কেন্দ্র করে নরসিংদীতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এর অংশ হিসাবে বৃহস্পতিবার স্থানীয় ভেলানগরে বিভিন্ন মুদি দোকান, মাংসের দোকান, মুরগির দোকান ও চালের দোকানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।


অধিকাংশ দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় এবং অতিরিক্ত দামে দ্রব্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়। পরে নরসিংদীর বাসাইলে ইসলামিয়া প্রাইভেট হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।


এ সময় হাসপাতাল অনভিজ্ঞ অপারেশন সহকারী, সনদবিহীন ডাক্তার, সনদবিহীন এক্সরে টেকনিশিয়ান, অপরিচ্ছন্ন ব্যবস্থাপনা, অপারেশন রুমে রান্নার কাজ করার দায়ে হাসাপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।



ৱনির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া ও আরাফাত মোহাম্মদ নোমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় সিভিল সার্জনের প্রতিনিধি হিসেবে ডা. নাছিম উপস্থিত ছিলেন।


জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আলম মিয়া।


বিবার্তা/শরীফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com