শিরোনাম
ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার দায়ে দু’জনের ফাঁসি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৯:২৪
ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যার দায়ে দু’জনের ফাঁসি
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে ট্রেনের ছাদ থেকে ফেলে এক যাত্রীকে হত্যা ও অপর দুই যাত্রীকে আহত করার অপরাধে দুইজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেয়া হয়েছে।


বুধবার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক এ রায় দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।


দণ্ডপ্রাপ্ত হলেন- ময়মনসিংহের তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া (১৯) ও মৌলভীবাজার জেলার বিছামনি গাংপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মুন্না মিয়া (২৫)।


গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, চলতি বছরের ২২ মার্চ রাতে আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ট্রেনের ছাদে চড়ে বগুড়ার দুপচাচিয়া থানার জিয়ানগর গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. আবু সাঈদ (১৮), কক্সবাজারের উখিয়া থানার রুমকা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে হাসান মাহমুদ (২৬) ও নওগাঁর বদলগাছি থানার মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন (১৮) ভ্রমণ করছিলেন।


ট্রেনটি গাজীপুরের টঙ্গী রেলওয়ে স্টেশন অতিক্রমের পর কালীগঞ্জের শিমুলিয়া এলাকা অতিক্রমকালে রাত পৌণে ১০টার দিকে ৪/৫জন সশস্ত্র দুর্বৃত্ত ট্রেনের ছাদে উঠে। তারা ট্রেনের ছাদের যাত্রীদের কাছে থাকা মালামাল ছিনতাই করতে থাকে। একপর্যায়ে তারা আব্দুল মোমিনকে মারপিট এবং ছুরিকাঘাত করে। এ সময় অপর যাত্রী আবু সাঈদ এবং হাসান মাহমুদ তাদের বাঁধা দিলে দুর্বৃত্তরা তাদের টাকা পয়সা ও মোবাইল সেট ছিনতাই করে তিনজনকে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মোমিন মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এঘটনায় পরদিন নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই মো. মাহবুবুল আলম ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। পরে আহতদের জবানবন্দি নিয়ে দুইজনকে ২৭ মার্চ গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। তদন্ত শেষে ভৈরব রেলওয়ে থানার এসআই মো. আদম আলী চলতি বছরের ৩১ জুলাই চার্জশিট দাখিল করে। মামলাটি পরে ওই থানা থেকে গাজীপুর জজ আদালতে পাঠানো হয়। ৩১ অক্টোবর অভিযোগ গঠনের পর ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক ওই মামলার রায় দেন। রায়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে মমিনকে ফেলে হত্যার অভিযোগে ওই দুজনকে মৃত্যুদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অপর ধারায় (পেনাল কোডের ৩০৭/৩৪) তাদের দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড এবং অপর ধারায় (পেনাল কোডের ৩৯২/৩৪) ১০বছরের সশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মেদ। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ইউসুফ আলী।


বিবার্তা/তুহিন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com