শিরোনাম
চার হাজার পানির জার ধ্বংস করলো বিএসটিআই
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ২১:৩৪
চার হাজার পানির জার ধ্বংস করলো বিএসটিআই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্যহানিকর পানি উৎপাদন ও বিক্রির অপরাধে সাড়ে চার হাজার পানির জার ধ্বংস করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই। বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজধানীর পল্টন, মতিঝিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানের প্রায় চার হাজার খাবার পানির জার ধ্বংস করা হয়।


ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাজমা সিদ্দিকা বেগমের নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়। এসময় মানহীন এবং অনুমোদনহীন ওই পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


এগুলোর মধ্যে রয়েছে ফিনকোয়া ওয়াটার কোম্পানি, আরিফা এগ্রো প্রাইভেট লিমিটেড, ওয়ান ওএকে ফুড অ্যান্ড বেভারেজ, দিঘি পিওর ড্রিংকিং ওয়াটার, আল-হেরা এন্টারপ্রাইজ, মৌ ড্রিংকিং ওয়াটার, মীম ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, এভারেস্ট ড্রিংকস অ্যান্ড ডেইরি প্রোডাক্টস লিমিটেড, উইনার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার, সেনসিবল বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং নোয়াখালী ফুড অ্যান্ড বেভারেজ।


এসময় তাৎক্ষণিকভাবে জরিমানার সব অর্থ পরিশোধ করতে বাধ্য হয় ওই ১২টি প্রতিষ্ঠান।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com