শিরোনাম
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার
প্রকাশ : ২২ জুলাই ২০১৭, ২২:২২
আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে জব ফেয়ার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ বিজনেস আয়োজনে জব ফেয়ার ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে দেশী-বিদেশি ২০টি কোম্পানি অংশগ্রহণ করে।


এসময় বিশ্ববিদ্যালয়ের ৬ ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সিভি এবং স্পট ইন্টারভিউ গ্রহণ করে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।


উক্ত জব ফেয়ারের উপদেষ্টা স্কুল অফ বিজনেসের সহকারী অধ্যাপক নাজনীন আখতার বলেন, ভবিষ্যতে পেশাগত জীবনে প্রবেশের জন্য এই জব ফেয়ার শিক্ষার্থীদের জন্য একটি বড় সুযোগ। সেমিনারে কোম্পানিগুলো কেমন লোকবল চায় সে সম্পর্কে ‍শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়।


স্কুল অফ বিজনেসের বিজনেস সোসাইটি আয়োজিত এই জব ফেয়ারের সার্বিক সহযোগিতায় ছিল পাঠাও ডট কম।


বিবার্তা/বিজ্ঞপ্তি/আমিরুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com