
টাঙ্গাইল পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় বিভাগের উপপরিচালক শিহাব রায়হান।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব নেন।
শিহাব রায়হান বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌরসভার বেদখল সম্পদ উদ্ধার করা হবে। পৌরবাসীর ট্যাক্সের টাকায় পৌর এলাকার উন্নয়ন হয়। পৌরবাসীকে সঙ্গে নিয়ে দুর্ভোগ লাঘবে কাজ করা হবে। সকল কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে অফিস করতে হবে। কেউ ফাঁকি দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার শিব্বির আহমেদ আজমী, কাউন্সিলর আব্দুল আলীমসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রসঙ্গত, ১৯ আগস্ট (সোমবার) অন্তবর্তীকালীন সরকার দেশের ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩ পৌর মেয়রকে অপসারণ করে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]