যানজট ও চাঁদাবাজমুক্ত নরসিংদীর সড়ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ১৯:৫৭
যানজট ও চাঁদাবাজমুক্ত নরসিংদীর সড়ক
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-সিলেট মহাসড়কসহ নরসিংদী জেলার বিভিন্ন সড়কে চলাচল করা যানবাহন থেকে চাঁদা তোলা বন্ধ হয়েছে। গত ৫ আগস্ট থেকে জেলার বিভিন্ন স্ট্যান্ডে চালকদের কাছ থেকে কেউ চাঁদা আদায় করতে আসেনি। এতে স্বস্তি প্রকাশ করছেন বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।


জানা গেছে, একটি চক্র বছরের পর বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কসহ জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে চাঁদাবাজি করত। টাকা দিতে না চাইলে চালকদের হয়রানি করত চাঁদাবাজরা। বিভিন্ন এলাকার শতাধিক স্থান থেকে প্রতি মাসে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করা হতো।


গাড়ির গতিরোধ করে এসব চাঁদা আদায়ের কারণে সড়ক-মহাসড়কে যানজট লেগেই থাকত। প্রকাশ্যে চাঁদাবাজি চললেও প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনী ছিল নীরব। মুখ খুললেই বিপদ নেমে আসত প্রতিবাদকারীদের ওপর। অনেক সময় চাঁদা আদায় এবং ভাগভাটোয়ারা নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।


নরসিংদী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলোর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের মধ্যে সদর উপজেলার ভেলানগর বাসস্ট্যান্ড, ভৈরব বাসস্ট্যান্ড, জেলখানা মোড়, সাহেপ্রতাব মোড়, পাঁচদোনা মোড়, মাধবদী বাসস্ট্যান্ড, শিবপুর উপজেলার ইটাখোলা বাসস্ট্যান্ড, রায়পুরা উপজেলার কোন্দারপাড়া, বারৈচা, মরজাল বাসস্ট্যান্ডে প্রতিদিন ৩০ টাকা করে দিতে হতো।


বিবার্তা/কামাল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com