
টাঙ্গাইলে পানিতে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই শিশুর নাম জুনায়েদ হোসেন (২)।
১৩ আগস্ট, মঙ্গলবার সকালে সদর উপজেলার করটিয়ায় নানার বাড়ি মাদারজানী গ্রামে ডোবায় পড়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু জুনায়েদ হোসেন দেলদুয়ার সদর উপজেলার আলসা উত্তরপাড়া গ্রামের তাহের মিঞার ছেলে।
মাদারজানী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শিশু জোনায়েদ হোসেনের দাদা মো. মোন্নাফ মিয়া জানান, তার ছেলে ও ছেলের বউ দু’জনেই চাকরি করেন। ছেলে ঢাকায় ও ছেলের বউ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে চাকরি করেন। অফিস করার সুবিধার্থে তার ছেলের বউ তার বাবার বাড়িতে থাকতো। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে শিশু জোনায়েদকে নানির কাছে রেখে মা ঝুমা বেগম অফিসে যান। মা অফিসে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর নানা বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় শিশু
জোনায়েদকে দেখতে পায় স্থানীয়রা। পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে।
বিবার্তা/ইমরুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]