
বাংলাদেশ নারী মুক্তি সংসদ এর সভাপতি সাবেক সাংসদ হাজেরা সুলতানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিউলি সিকদার এক যুক্ত বিবৃতিতে সরকারি চাকরিতে কোটা সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিলেড ডিভিশন যে রায় প্রদান করেছে তার পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, রায়ে নারী কোটা সম্পর্কে কোন নির্দেশনা না থাকায় নারী সমাজ হতাশ হয়েছেন।
২৪ জুলাই, বুধবার বাংলাদেশ নারী মুক্তি সংসদের সহ সাধারণ সম্পাদক তাসলিমা খাতুনের সই করা গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা এ কথা বলেন।
বিবৃতিতে তারা বলেন, সমাজের অর্ধেকের বেশি নারী বিদ্যমান পিতৃতান্ত্রিক ও পুঁজিবাদী সমাজের নারীরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছেন। এখনও গ্রাম-বাংলার অনেক নারীরা সামাজিক মূল্যবোধ ও দারিদ্রতার কারণে নারী প্রয়োজনীয় শিক্ষা লাভ থেকে বঞ্চিত। এসব কারণে এখনও গ্রামাঞ্চলে বাল্যবিবাহ প্রথা বিদ্যমান। বিগতদিনে সরকারি চাকরিতে নারী কোটা থাকার কারণে অনেক নারী সরকারি চাকরির বিভিন্ন পদে আসীন হয়েছেন। এটা সমাজের সার্বিক অগ্রগতি। শিক্ষিত এবং সরকারি চাকরিজীবী নারীর সন্তান নিশ্চিতভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবেন। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সরকারি চাকরিতে নারী কোটা সংরক্ষণ করার দাবি জানাচ্ছি। মহামান্য আদালতের রায়ে বলা হয়েছে সরকার সার্বিক বিবেচনা করে পরিবর্তন ও পরিমার্জন করতে পারবেন। তাই বাংলাদেশ নারী মুক্তি সংসদ মহামান্য আদালতের রায়ের উপর সম্মান রেখেই সরকারি চাকরিতে নারী কোটা সংরক্ষিত রেখে প্রকাশিত গ্যাজেটের পরিমার্জন করার দাবি জানাচ্ছি।
আমরা একই সাথে নারায়ণগঞ্জ জেলার নারী সাংবাদিক নিপীড়নের তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]