শিরোনাম
নসিংদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশ : ২৬ মার্চ ২০১৭, ২০:০৭
নসিংদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বরিবার সকালে শহীদ বেদিতে পুষ্পার্পনের মধ্য দিনের কর্মসূচি শুরু হয়। এরপর নরসিংদীর মুছলেহ উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ করা হয়।


দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা বনাম জেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে সকল খেলোয়াড়দের শুভেচ্ছা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস।


সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আমেনা বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো: ছিদ্দিকুর রহমান, সিভিল সার্জন ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ন ম ফয়জুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুব হাসান শাহীন, উপ পরিচালক স্থানীয় সরকার ড. মাহবুব উল করীম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোজাম্মেল হক, আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট অধ্যক্ষ হরিদাস ঠাকুর, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ডা. পূর্ণিমা দে, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসার সূর্য কান্ত দাস, প্রফেসার মোহাম্মদ আলী, প্রফেসার গোলাম মোস্তাফা মিয়া, প্রফেসার কালাম মাহমুদ, জেলা প্রশাসনের ডেপুটি কালেক্টর মো: শাহ আলম মিয়া ও নরসিংদী চেম্বারের প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


এছাড়াও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


জেলার পলাশ, শিবপুর, বেলাব, মনোহরদী ও রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী কর্মসূচী উদযাপিত হয়েছে।


বিবার্তা/রাসেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com