শিরোনাম
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জবির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১২:৫০
বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে জবির প্রতিষ্ঠাবার্ষিকী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ২০ অক্টোবর প্রতিষ্ঠানটির ১১তম বিশ্ববিদ্যালয় দিবস অর্থ্যাৎ আজ থেকে ১১ বছর আগে এই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়।



আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়। এ বছরও তার ব্যতিক্রম হয়নি।



বৃহস্পতিবার সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠান শুরু হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান।



সকাল পৌনে দশটার দিকে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়।


শোভাযাত্রাটি বাহাদুরশাহ পার্ক হয়ে পুরান ঢাকার জর্জকোট, রায়সাহেব বাজা প্রদক্ষিণ করে ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।



শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ নেন। এ সময় তারা নিজ নিজ বিভাগের ব্যানার বহন করেন।



এছাড়া বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে কনসার্টের আয়োজন করা হয়েছে। যেখানে গান গাইবেন নগর বাউল জেমস।



বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com