শিরোনাম
রাষ্ট্র তুমি সব বোঝো, মন বোঝো না
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৭
রাষ্ট্র তুমি সব বোঝো, মন বোঝো না
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একটা ছোট্ট প্রশ্ন প্রায়ই ঘুরপাক খায় মনে। উত্তরা এলাকায় লক্ষ লোকের বাস, মার্কেট বহু, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের সংখ্যাও অনেক, অনেকগুলো সামাজিক ক্লাব হয়েছে, উচ্চ বিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত সব শ্রেণির মানুষ থাকেন এখানে, বড় ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ীরাও আছেন, আছেন সরকারি কর্মকর্তারা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকেন, থাকেন অনেক সাংবাদিক--অথচ এমন একটি পরিপূর্ণ জনবসতিতে কেন কোন সাংস্কৃতিক কেন্দ্র নাই?


কেন নাই কোন সিনেপ্লেক্স? কেন নাই বড় কোন আর্ট গ্যালারি, পাবলিক লাইব্রেরি অথবা প্রশস্ত চত্বর? সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্য বা মানবিকতা চর্চার প্রাতিষ্ঠানিক কোন আয়োজন নেই কেন? পার্ক দখল করে ক্লাব হয়েছে, একটি গাড়িরও পার্কিং না রেখে হয়েছে সেখানে দামি স্কুল, সাবেক একজন ক্ষমতাধর প্রতিষ্ঠা করেছেন দামি হাসপাতাল।
লেক এর জায়গা দখল বা ম্যানেজ করে হচ্ছে নতুন বিল্ডিং। কিছু খালি জায়গা ছিলো, ইদানিং সেখানে নতুন মার্কেট হচ্ছে, বাকিটুকু দখলের প্রক্রিয়া চলছে। সব খোরাক জোগানোর ব্যবস্থা আছে, কিন্তু মনের খোরাক জোগানোর কোন আয়োজন নেই কেন? রাজউক নামের এক প্লট ব্যবসার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে।


রাষ্ট্র তুমি সব বোঝো, মুনাফা বোঝো, কেবল মন বোঝো না। ভবিষ্যত এভাবেই কেটে যাবে সবুজ তিন চাক্কার গাড়ির খাঁচার ভিতরে?


জুলহাস আলমের ফেসবুক থেকে


বিবার্তা/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com