শিরোনাম
বঙ্গবন্ধুর স্বজনদের উষ্ণ সান্নিধ্যে
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৯:৪৯
বঙ্গবন্ধুর স্বজনদের উষ্ণ সান্নিধ্যে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে গত ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডের আল্পস রিসোর্ট শহর ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।



ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাটি নানা কারণে স্মরণীয় তো ছিলোই, তার চেয়েও বেশি স্মরণীয় হয়ে ওঠে ডাভোসের জুরিখ এয়ারপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যাকে একসঙ্গে পাওয়া।



মন্ত্রীসভার সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ প্রায়ই হলেও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার দেখা মেলাই ভার। কারণ, তিনি সারা বছরই থাকেন বিদেশে। আর দু’জনকে একসঙ্গে কাছে পাওয়া, সে তো আরো কঠিন।



দেশের বাইরে সুদূর সুইজারল্যান্ডে এসে অলৌকিকভাবে সুযোগটা মিলে গেলো।



বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখার সুযোগ পাননি জুনাইদ আহমেদ পলক। তাঁর দুই মেয়েকে একসঙ্গে কাছে পেয়ে বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার বিমল আনন্দই যেন ছড়িয়ে পড়লো তার বুকের ভেতর।



হিমশীতল শহরে বঙ্গবন্ধুর স্বজনদের সাক্ষাত প্রতিমন্ত্রী পলকের সারা দেহমনে ছড়িয়ে দিলো অন্যরকম এক উষ্ণতার স্পর্শ।


বিবার্তা/হুমায়ুন/পলাশ/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com