শিরোনাম
পার্লারকর্মীকে দিয়ে দেহব্যবসা, সেই কাউন্সিলর রিমান্ডে
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৬
পার্লারকর্মীকে দিয়ে দেহব্যবসা, সেই কাউন্সিলর রিমান্ডে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজীপুরে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপ করানো মামলায় গ্রেফতারকৃত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.ইকবাল হোসেনের আদালতে পুলিশ সাতদিনের রিমান্ড চাইলে একদিনের মঞ্জুর করেন তিনি।


শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সেই সংরক্ষিত নারী কাউন্সিলরকে গ্রেফতার করে র‍্যাব-১।


এর আগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।


জানা গেছে, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এক কিশোরীকে পার্লারের চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন। খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com