শিরোনাম
চিকিৎসকের বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
প্রকাশ : ০১ আগস্ট ২০১৯, ১০:১৮
চিকিৎসকের বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর খিলগাঁও এলাকায় চিকিৎসকের বাসায় ফাতেমা (৮) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে।


বুধবার (৩১ জুলাই) দিনগত রাতে খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকার একটি বাসা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।


ফাতেমা কমলাপুর জসীমউদদীন রোডে এক চিকিৎসকের বাসায় গৃহকর্মীর কাজ করত। তার বাসা নন্দীপাড়ার ছোট বটতলার ১০ নম্বর গলিতে। বাবা দুলাল মিয়া শারীরিক প্রতিবন্ধী। মা শিখা বেগম বাসাবাড়িতে কাজ করেন।


ফাতেমার স্বজনরা জানান, গৃহকর্তা তাদের জানায়, ফাতেমা অসুস্থ। তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। কিন্তু ফাতেমা কি ধরনের অসুস্থ হয়েছে, তা তারা জানেন না।


তারা জানান, সংসারে অভাব-অনটনের জন্য ছোট মেয়েকে দেড় মাস আগে কমলাপুর জসীমউদদীন রোডের ওই চিকিৎসকের বাসায় কাজে দেন।


ফাতেমার প্রতিবেশী আশরাফুল ইসলাম জানান, বুধবার বিকেলে ঢামেকে মারা যায় ফাতেমা। মৃত্যুর পর গৃহকর্তা তাদের জানান, ডেঙ্গুজ্বরে মারা গেছে সে। তবে বাসায় আসার পর সন্দেহ হলে খিলগাঁও থানায় অভিযোগ করা হয়।


এ বিষয়ে খিলগাঁও থানার এসআই রুহুল আমিন জানান, নন্দীপাড়ার ছোট বটতলার ১০ নম্বর গলির বাবা-মায়ের বাসা থেকে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল মতিঝিল থানা এলাকায়। বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।


মতিঝিল থানার ওসি ওমর ফারুক জানান, ফাতেমা কীভাবে মারা গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com