শিরোনাম
মিরপুর-কালশিতে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
প্রকাশ : ১৭ জুলাই ২০১৯, ০৯:৪০
মিরপুর-কালশিতে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুর ও কালসিসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে টানা ১১ ঘণ্টা।


বুধবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় গ্যাস সরবরাহ না থাকার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।


ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে। ফলে গ্যাস সরবরাহ বন্ধ করতে হচ্ছে।


তারা আরো জানায়, তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য মিরপুর ১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের দুই পাশসহ আশপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হবে।


তিতাসের এক কমকর্তা জানান, জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। ইসিবি থেকে মিরপুর পর্যন্ত রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালসি ফ্লাইওভারের নির্মাণকাজ করা হবে। এজন্য ওই এলাকায় অবস্থিত তিতাসের পাইপলাইন স্থানান্তরের জন্য গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।


তিনি জানান, বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আশপাশের এলাকাও গ্যাসের চাপ কম থাকবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com