শিরোনাম
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১৫:৫০
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডির-১ নম্বর রোডে একটি নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৈহিদুল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।


সোমবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


গুরুতর অবস্থায় তৈহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


তৈহিদুলের সহকর্মী রাজ্জাক জানান, তারা ধানমন্ডির-১ নম্বর রোডে একটি কোম্পানির নির্মাণাধীন ভবনে কাজ করেন। তৈহিদুল রাজমিস্ত্রির হেলপার। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। থাকেন ওই ভবনেরই ১০ তলায়। সকালে ওই ভবনের যে রুমে থাকেন, তার ভেতরে বৈদ্যুতিক বাতি না জ্বললে তিনি মেরামত করতে যান। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com