শিরোনাম
ধানমন্ডীতে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে ২ গৃহকর্মী আহত
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ২০:১১
ধানমন্ডীতে ৭ তলা থেকে লাফিয়ে পড়ে ২ গৃহকর্মী আহত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বাসার ভেন্টিলেটর দিয়ে পালাতে লাফিয়ে পড়ে মারাত্মক আহত হয়েছে গৃহকর্মী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় এলাকাবাসী।


গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে সাত তলার ওই বাসা থেকে দুই জন গৃহকর্মী লাফিয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৩ জুলাই) সকাল পৌনে দশটায় ধানমন্ডির ১৪/এ ২৮ নম্বর বাসার সাত তলা থেকে লাফিয়ে পড়ে ১১ বছরের একটি ছেলে। তার পরপরই আরেকজন লাফিয়ে পড়তে গেলে সঙ্গে সঙ্গে ভেন্টিলেটরে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।


স্থানীয়রা জানান, গৃহকর্তার নির্যাতন সইতে না পেরে আত্মঘাতী এপথ বেছে নেয় শিশু দুইটি।


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, 'অত্যাচারের যন্ত্রণা সহ্য করতে না পেরে শিশু দুটি লাফিয়ে ওপরতলা থেকে নিচে পড়ে'।


সাত তলার ওই বাসায় গিয়ে দেখা যায়, মাত্র ৬ বাই ৮ ইঞ্চি ভেন্টিলেটর দিয়ে লাফিয়ে পালাতে চেয়েছিল শিশু দুটি। এক মেয়ে ও স্ত্রীসহ কয়েক বছর আগে বাসা ভাড়া নেন ইটভাটার মালিক গোলাম কিবরিয়া।মাত্র সাতদিন আগে নিজ এলাকা লক্ষ্মীপুর থেকে দু’জন গৃহকর্মী নিয়ে আসেন তিনি।


গোলাম কিবরিয়ার এক প্রতিবেশী বলেন, 'তাদের যে অত্যাচার করা হতো সেকথা ছেলেটা সবার সামনেই বলেছে'।


মারাত্মক আহত শরীফকে ঢাকা মেডিকেলে পাঠানো হলেও, আরেক গৃহকর্মী স্বপনকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় স্ত্রী, মেয়ে এবং মেয়ে জামাইসহ ওই বাসার গৃহকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com