১৭তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, মালিক বললেন চিনি না
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪:৪৭
১৭তলা ভবন থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু, মালিক বললেন চিনি না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্টনে ১৭তলা ভবনের ছাদ থেকে পড়ে লিমা (১৬) নামে এক গৃহকর্মীর নিহত হয়েছেন।


রবিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০ দিকে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।


লিমাকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা ফ্ল্যাট মালিক খাইরুল কবির খান জানান, আমি বাসার সামনে দিয়ে যাওয়ার পথে অনেক লোকজন দেখি। পরে সেখানে গিয়ে দেখি একটি মেয়ে রাস্তায় পড়ে আছে। কিন্তু মেয়েটাকে আমি চিনি না।


পরে সংবাদকর্মীদের প্রশ্নের মুখে তিনি বলেন, নিহত গৃহকর্মীর নাম লিমা (১৬)। দেড় বছর আগে সে আমার বাসায় জ্বিয়ের কাজ নেয় সে। আমার বাসা ১৪তলায়। লিমা ওই ভবনের ১৭তলা থেকে লাফ দেয়।


জরুরি বিভাগের চিকিৎসক বলেন, প্রথমে খাইরুল কবির আমাদের জানিয়ে ছিলেন, মেয়েটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। মালিকের কথাবার্তায় সন্দেহ হলে আরও প্রশ্ন করলে তিনি জানান সে ১৭ তলা ভবনের ছাদ থেকে পড়ে গেছে।


পল্টন থানার এসআই বিল্লাল হোসেন শেখ জানান, এ ঘটনায় ফ্ল্যাট মালিক খায়রুল কবির খান ও তার ছেলে মার্জিম কবির খান রফিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হচ্ছে। গৃহকর্মীর নাম ছাড়া এখন পর্যন্ত তার সঠিক ঠিকানা পরিচয় পাওয়া যায়নি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com