
রাজধানীর ভাটারার বুড়িতলা বাজারে দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজিব (২৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিনগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত রাকিবের ভাই মোহাম্মদ রিপন জানান, আমার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। গতকাল মধ্যরাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা এক যুবক আমার ভাইকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। তখন আমার ভাই প্রতিবাদ করতে গেলে কোমর থেকে পিস্তল বের করে বুকের ডান পাশে একটি গুলি করে এতে মাটিতে লুটিয়ে পড়ে আমার ভাই, পরে আমরা খবর পেয়ে ভাইকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, আমার ভাই ওই ছেলেকে চেনেন না এবং তার সাথে কারো শত্রুতা বা কোন দ্বন্দ্ব নেই তারপরও কেন ভাইকে গুলি করল। আমাদের বাড়ি ভাটার খিলবাড়ির টেক বুড়িতলা বাজার এলাকায়।
ঢামেক পুলিশ ক্যাম্পার ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ভাটারায় গুলি বৃদ্ধ যুবককে ঢামেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন রোগীর অবস্থা আশঙ্কাজনক বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]