
রাজধানীর লালবাগের নবাবগঞ্জ মসজিদ গলিতে দুর্বৃত্তদের ধারালো ছুরিকাঘাতে মোহাম্মদ হুসাইন শুভ (৩৫ বছর) বয়সী এক ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২৫ ডিসেম্বর, বুধবার সকাল ৭ টার দিকে ১০২ নম্বর অর্থোপেডিক ওয়ার্ড চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর রাতে এই ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
নিহতের ভাই শাহাদাত হোসেন জানান, আমার ভাই নবাবগঞ্জ বাজারে মুরগির ব্যাবসা করতেন। রাতে আমার ভাই বাসায় ফেরার পথে নবাবগঞ্জ মসজিদ গলিতে দুর্বৃত্তকারীরা আমার ভাইকে ছুরিকাঘাত করে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান।
তিনি আরো বলেন, আমাদের বাসা লালবাগের নবাবগঞ্জে। পিতা আব্দুস সালাম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]