রাজধানীতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫
রাজধানীতে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর লালবাগে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দারা।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।


গ্রেফতার ব্যক্তিরা হলেন: মানিক সরদার (৪০), আবদুল জব্বার (৪৮), তমাল হোসেন অভি (২৪) এবং মো. মিরাজ হোসেন ওরফে চায়না ইমন (২২)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি এবং লোহার রডের সঙ্গে সংযুক্ত খাঁজকাটা ভোঁতা কড়াত উদ্ধার করা হয়।


লালবাগ বিভাগের ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে লালবাগ বেড়িবাধ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় আরও ২ থেকে ৩ জন দুষ্কৃতকারী দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ডাকাতির উদ্দেশে ওই স্থানে দেশীয় অস্ত্রসহ সমবেত হয়েছিলেন বলে স্বীকার করেন।


পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির একাধিক থানায় ছিনতাই ডাকাতি ও মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পলাতক অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com