ঢামেকে রোগীর মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগে নারী গ্রেফতার
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
ঢামেকে রোগীর মৃত্যু, চিকিৎসক লাঞ্ছিতের অভিযোগে নারী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোমেনা বেগম (৪০ বছর) বয়সী এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সাথে চিকিৎসকের হাতাহাতি হয়েছে। এ ঘটনায় শম্পা বেগম (৩৯ বছর) বয়সী এক নারীকে গ্রেফতার করেছে থানি পুলিশ।


২৩ ডিসেম্বর, সোমবার সকালে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে একটি মামলা করেন, ভুক্তভোগী চিকিৎসক ডাক্তার মানার হাফিজ।


রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের দ্বিতীয় তলায় এ মারামারির ঘটনাটি ঘটে।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহমুদ হাসান জানান, একজন নারী চিকিৎসকের সাথে রোগীর স্বজনদের হাতাহাতির ঘটনা ঘটেছে। ডাক্তার মানার হাফিজ থানায় হাজির হয়ে মারধর ও সরকারি কাজে বাধা দেয়ায় মামলা করেন। পরে অভিযুক্ত শম্পাকে রাতেই আমরা আটক করি। পরে শম্পা নামের ওই নারীকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।


মৃতা মোমেনা বেগমের মেয়ে হাফিজা আক্তার বলেন, তাদের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার মোজাখালী গ্রাম। তার মা স্ট্রোকজনিত কারণে গত ২১ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিক্যালের দ্বিতীয় তলায় ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা জানিয়ে ছিলেন তার মায়ের অবস্থা আশঙ্কাজনক। তার আইসিইউ সাপোর্ট লাগবে। এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় আইসিইউ খুঁজতে থাকি। কিন্তু কোথাও আইসিইউ ম্যানেজ করতে পারছিলাম না। আমার মা হাসপাতালের মেঝেতে ছিল। বেডও পাচ্ছিলাম না। রোগী যেখানে ছিল অক্সিজেনের সাপোর্টও পাচ্ছিলাম না।


তিনি জানান, গতরাতে আমি আফতাব নগরের বাসায় ছিলাম। ২২ ডিসেম্বর রবিবার সারা দিন চিকিৎসক আসেনি। হাসপাতালে ছিল আমার খালা শম্পা ও খালু নাজির হোসেন। রাত ১০টার দিকে খালা ফোনে জানায়, মায়ের অবস্থা ভালো না। আমি দ্রুত হাসপাতালে আসি। হাসপাতালের জরুরি বিভাগের ৯৮ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক ডাক্তার মানার হাফিজ আসেন ২০০ নং ওয়ার্ডে। চিকিৎসক জানান, আপনার মা মারা গেছেন।


তিনি আরো জানান, মায়ের মৃত্যুর পর চিকিৎসক চলে যাবার সময় আমার খালা শম্পা বেগম চিকিৎসকের হাত ধরে টান দিয়ে বলেন, সারাদিন আমার বোনকে দেখতে আসেনি কোন চিকিৎসক। তবে চিকিৎসকের গায়ে আমরা হাত তুলিনি। অথচ চিকিৎসক উত্তেজিত হয়ে চিৎকার করতে থাকে। এসময় আনসাররা জড়ো হয়ে যায়। তবে বার বার চিকিৎসকের কাছে ক্ষমা চাওয়া হয়। এসময় পাশের বেডের একটি ছেলে চিকিৎসকের হাত ধরে ক্ষমা করে দিতে বললে তিনি আরো উত্তেজিত হয়ে পরেন। পরে আমার খালাকে ধরে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বলেন, গতরাতে হাসপাতালে রোগীর মৃতকে কেন্দ্র করে এক নারী চিকিৎসকের গায়ে হাত তুলেছে। রোগীর স্বজনরা। এই ঘটনায় শম্পা বেগম নামে একজনকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


হাসপাতালের কয়েকজন রোগীর স্বজনরা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, গত দুইদিন ধরে হাসপাতালে চিকিৎসকের সংখ্যা খুবই কম। পরে জানতে পেরেছি কিছু ডাক্তার বেতন-ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করছে এবং তারা বর্তমানে স্ট্রাইকে আছেন।


উল্লেখ্য, গত (৩১ আগস্ট) চিকিৎসার অবহেলায় এক শিক্ষার্থী মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের ঘটনা ঘটে। এই হামলায় নিউরো সার্জারি বিভাগের কয়েকজন চিকিৎসক আহত হয়।


বিবার্তা/বুলবুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com