পল্লবীতে কাজ দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১০
পল্লবীতে কাজ দেয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরের পল্লবীতে কাজ দেয়ার কথা বলে (১৫ বছর) বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেছে সাগর নামে এক যুবক। এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পল্লবী থানা পুলিশ।


৮ ডিসেম্বর, রবিবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।


রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা কিশোরীকে বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।


ভুক্তভোগী কিশোরী জানায়, আমি তিন দিন আগে পল্লবীর স্বপ্ন নগরের একটি বাসায় ঝিয়ের কাজ নেই। এরপর থেকে ঔ ছেলেটা আমার পিছু নেয় এবং বলে তোমাকে একটি ভালো বাড়িতে কাজ নিয়ে দিব। আজ সকালে আমার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ওই যুবক জোরপূর্বক বলে, তুমি এখন চলো। বাড়িওয়ালার সাথে কথা বলে দেখ। ভালো বেতন দেবে। এরপর আমাকে তার ঘরে আটকিয়ে অনৈতিক কাজ করে। আমি চিৎকার দিলে আমার মুখ চেপে ধরে। পরে রক্ত বের হতে থাকলে ওই ছেলে ও তার বন্ধু মিলে আমাকে পল্লবী পুরবী সিনেমা হল সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যায়।


সেখানে চিকিৎসকের সঙ্গে আমি কথা বলতে গেলে ওই ছেলে কথা বলতে দেয় না। তখন ডাক্তারদের সন্দেহ হলে তারাই পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ওই ছেলেকে আটক করে কিন্তু তার বন্ধু পালিয়ে যায় এবং আমার মা-বাবাকে খবর দেয়। পুলিশের পরে আমার মা-বাবা এসে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন চিকিৎসার জন্য।


ভুক্তভোগীর মা শাবানা বেগম জানান, আমাদের বাড়ি সিরাজগঞ্জ জেলা সদর বনবাড়িয়া গ্রামে। বর্তমানে মিরপুর ১ কালাপানি এলাকায় একটি বাসায় বসবাস করে আসছি। আমার দুই মেয়ে, এক ছেলে। এই অসুস্থ মেয়েটা মেঝ। সংসারের অভাব-অনটনের কারণে এই প্রথম আমার মেয়েকে বাসায় ঝিয়ের কাজে পাঠাই এবং আজকেই এত বড় বিপদ ঘটে গেল। আমরা এর বিচার চাই।


পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, আজ সকালে খবর পেয়ে পল্লবীর একটি হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে তাদের পরিবারের সদস্যদের মাধ্যমে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।


তিনি বলেন, আমরা ওই যুবককে আটক করেছি। তার নাম সাগর। তার সাথে থাকা বন্ধুকে খুঁজে পাওয়া যায়নি।


পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বিবার্তা/বুলবুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com