রাজধানীর চকবাজার এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী নজরুল হত্যাকাণ্ডে জড়িত সাবিনা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। যশোরের মির্জাপুর থেকে গ্রেফতার করেছে চকবাজার মডেল থানার পুলিশ।
রবিবার (৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জসীম উদ্দিন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের এক মাস আগে নজরুলের সঙ্গে পরিচয় হয় সাবিনার। চাকরির প্রলোভন দেখিয়ে সাবিনার সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করেন নজরুল।’
জসীম উদ্দিন আরও বলেন, ৪ ডিসেম্বর রাতে চকবাজারের পোস্তা এলাকায় একটি বাসায় রাত যাপনকালে তাদের মধ্যে কলহের সৃষ্টি হয়। সে সময় সাবিনা নজরুলকে শিল দিয়ে মাথায় আঘাত করে। পরে ধারালো চাকু দিয়ে বিশেষ অঙ্গ কেটে নিমর্মভাবে হত্যা করা হয় নজরুল ইসলামকে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]