রাজধানী কাকরাইল মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাসনিম ফেরদৌস তুলন (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তামিম রহমান নামে আরেক শিক্ষার্থী আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কাকরাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান শিক্ষার্থী। তাসনিম তিতুমীর কলেজের শিক্ষার্থী ছিলেন, আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের শিক্ষার্থী।
রমনা থানার এসআই মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে দ্রুতগতির মোটরসাইকেলটি কাকরাইল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তাসনিম। তৎখানাত গুরুতর আহত তামিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে ভর্তি দেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাসনিমের মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে রাত ১১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, মৃত তাসনিমের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার চম্পকনগর গ্রাম, তার পিতার নাম ইসমাইল মিয়া। বর্তমানে পুরান ঢাকার ওয়ারী যুগিনগর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]