রাজধানীর বৃহত্তম মিরপুরের একটি বাসায় সিলিন্ডার গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মোহাম্মদ আব্দুল্লাহ (১৩ বছর) বয়সী আরো এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
৬ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ন্যাশনাল বার্ণ ইনস্টিটিউট এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই কিশোর।
ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে গত (২৪ নভেম্বর) গ্যাস বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়ে বার্নে এসেছিল তাদের মধ্যে আব্দুল খলিল, রুমা আক্তার ও তার ছোট ভাই মোহাম্মদ মারা যান। এরপর আজ সকালের দিকে আব্দুল্লাহ নামে আরো এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আব্দুল্লাহর শরীরে ৩৮ শতাংশ দগ্ধ ছিল। আরো ২ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বপ্না তার শরীরে ১৪ শতাংশ দগ্ধ ও একই পরিবারের আব্দুল খলিলের ছেলে ইসমাইল তার শরীরে ২০ শতাংশ দগ্ধ। এদের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত রবিবার (২৪ নভেম্বর) দিনগত রাতে সিলিন্ডারে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনসহ সাতজন দগ্ধ হন। এদের মধ্যে শাহজাহান মিয়া নামে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। তার শরীরে ৬ শতাংশ দগ্ধ ছিল।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]