খিলগাঁও বাগিচা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (৩০ বছর) বয়সী এক নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, বুধবার (৪ ডিসেম্বর) রাতে খিলগাঁও বাগিচা এলাকায় রেললাইন পার হওয়ার সময়ে কমলাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন নারী।
তিনি আরো জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে পরে সেখান থেকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিবার্তা/বুলবুল/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]