রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কব্জি কাটা গ্রুপে’র অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগনে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকি-টকি, দুটি ওয়াকি-টকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে মোহাম্মদপুরের দুর্ধর্ষ এই গ্যাংটির সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পরিচালক শিহাব করিম।
মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া হত্যা মামলার বরাত দিয়ে এএসপি শিহাব করিম জানান, নিহত বিল্লাল গাজী (২৮) সাভার থানার একটি হাউজিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী। গত অক্টোবর মাসের ১ তারিখ রাতে বিল্লাল গাজী তার অফিসের লোকজনের সঙ্গে প্রকল্প এলাকা হতে হাউজিংয়ের লোকজনের সঙ্গে ডিউটি শেষে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর থানার নবোদয় হাউজিং এলাকায় মো. বিল্লাল ওরফে ভাগনে বিল্লালসহ কব্জি কাটা গ্রুপের ২০ থেকে ২৫ সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে বিল্লাল গাজীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা বিল্লাল গাজীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত বিল্লাল গাজীর মা বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় ২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিকে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]