রাজধানীতে তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত শিয়া সম্প্রদায়
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০৯:৫৩
রাজধানীতে তাজিয়া মিছিলের জন্য প্রস্তুত শিয়া সম্প্রদায়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরুর প্রস্তুতি নিচ্ছে শিয়া সম্প্রদায়। সকাল ১০টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে। মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে।


বুধবার (১৭ জুলাই) সকাল ১০টায় বের হওয়ার জন্য মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।


এদিকে মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।


পুলিশ জানিয়েছে, পুরান ঢাকার লালবাগের হোসনি দালান ইমামবাড়া, বড় কাটারা ইমামবাড়া ও এর আশপাশের শিয়া সম্প্রদায়কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী তাজিয়া (শোক) মিছিল ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে।


তার আগে ভোর থেকেই পুরান ঢাকার হোসাইনী দালান জড়ো হয় হাজারো মানুষ। সেই মিছিলে বিভিন্ন বয়সের নারী পুরুষ সবাই অংশ নিলেও আধিক্য রয়েছে তরুণদের।


শোকের মিছিলে আংশগ্রহণের জন্য পরনে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো, সোনালি রংঙের ঝাণ্ডা দেখা গেছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com