
রাজধানীর পল্টন মোড়ে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের চাপায় আইল্যান্ডে ঘুমন্ত এক অজ্ঞাতনামা (৩২) যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(২০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে মৃত্যু ঘোষণা করেন।
পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আব্দুল আজিজ জানান, আমরা খবর পেয়ে পল্টনের ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনদের কথা জানতে পারি, অজ্ঞাতনামা ওই যুবক রাস্তার আইল্যান্ডের উপর ঘুমিয়ে ছিল। আজ ভোরের দিকে বেপরোয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপরে উঠে পরে। আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। (সিআইডির) ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় জানা যেতে পারে।
এ ঘটনায় চালককে আটক, এবং গাড়িটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]