
রাজধানীর ডেমরা ও রায় সাহেব বাজারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আয়তুল (৩৫) ও মাসুদ মিয়া (৩০) নামে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
২৮ মে, মঙ্গলবার সকাল ১১টার দিকে ডেমরা মুসলিমনগর ও সোমবার (২৭ মে) রাত ১১টার দিকে রায় সাহেব বাজারে নির্মাণাধীন ভবনে দুর্ঘটনা গুলি ঘটে।
তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগে নিয়ে এলে আয়তুলকে আজ দুপুর সাড়ে ১২ টায় ও মাসুদকে গতকাল রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আয়তুলকে (ঢামেক) নিয়ে আসা তার সহকর্মী মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, তারা ডেমরা মুসলিমনগর এলাকার একটি ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করি। তিনি মালামাল নিয়ে চারতলা থেকে নিচে নামার সময় তিনতলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
এদিকে নিহত মাসুদের সহকর্মী জাহাঙ্গির আলম জানান, মাসুদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাঠলাপাড়া গ্রাম। তিনি ওই নির্মাণাধীন ১০ তলা ভবনে থাকতেন। গত রাতে ঝড় বৃষ্টির সময় অন্ধকার সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দ্বিতীয় তলার ফাঁকা দিয়ে নিচে পড়ে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা গুলিকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]