রাজধানীতে ১৮১৫ পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌসী হিমু (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৪ মে, শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
বৃহস্পতিবার (২৩ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুহুরী পর্টির আমিরপাড়ায়। বাবার নাম হুমায়ুন কবির।
তিনি জানান, তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, হিমু একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর মোহাম্মদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলা করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]