
তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরম অতিষ্ঠ জনজীবন। এ অবস্থায় বৃষ্টির জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ নামাজ বা ইস্তিস্কার (পানির জন্য প্রার্থনা) নামাজ আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদ ও জামিয়া আনওয়ারুল উলূম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিশেষ নামাজে অংশ নেন এলাকার মুসল্লিরা।
ইস্তিস্কার নামাজ আদায় করে গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে মোনাজাত করা হয়। আল্লাহর কাছে চাওয়া হয় পানাহ।
প্রায় একই সময়ে রাজধানীর আফতাবনগরে আল সুন্নাহ ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ ইস্তিস্কার নামাজ আদায় করা হয়। শায়খ আহমাদুল্লাহ হুজুরের ইমামতিতে এ নামাজ আদায় করা হয়। এ সময় নিজেদের গুনাহ প্রতি ক্ষমা চেয়ে আল্লাহ কাছে মাফ ও বৃষ্টি দেওয়ার জন্য দোয়া করা হয়।
রামপুরার সালামবাগ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিশেষ নামাজে অংশ নেওয়া মহিউদ্দিন আহমেদ নামের একজন বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। বাসা থেকে বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে। রুমে সারাক্ষণ ফ্যান চালিয়েও স্বস্তি পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, বৃষ্টি না হওয়ায় কারণে এবার এমন গরম পড়ছে। তাই এ গরম থাকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য আল্লাহর রহমত পেতে আজ আমরা ইস্তিস্কার নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও বৃষ্টির জন্য দোয়া করেছি। আশাকরি আল্লাহ আমাদের এ পরিস্থিতি থেকে রেহাই দেবেন।
ইস্তিস্কার নামাজ আদায় করা মো. মামুন নামের আর এক মুসল্লি বলেন, বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার লক্ষ্যে ইস্তিস্কার নামাজ আদায়ের বিধান ইসলাম ধর্মে রয়েছে। কয়েক দিনের অতিরিক্ত গরমে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বৃষ্টিও হচ্ছে না। তাই ইস্তিস্কার নামাজ আদায় করে গরম থাকে মুক্তি পাওয়া ও বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
তিনি বলেন, আজ সকালে মসজিদ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ আদায় করা হবে। এ ঘোষণা শুনে মসজিদে যাই। সেখানে আমার মতো অনেকেই এ বিশেষ নামাজ আদায় করেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ ছাড়া আমাদের রক্ষা করার কেউ নেই।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]