
রাজধানীতে সেলুনের ভিতর থেকে তারেক মিয়া (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৮ এপ্রিল, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড্ডার আফতাবনগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, তারেক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার নয়নপুর গ্রামের সুজন মিয়ার ছেলে। সে আফতাবনগর সি-ব্লকের ২ নম্বর রোডের লিজেন্ড হেয়ার স্টুডিও নামের একটি সেলুনে সপ্তাহখানেক কাজ করছে। কাজ শেষে রাতে সেলুনের মধ্যেই ঘুমাতো। বুধবার প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। সহকর্মীরা সকাল ১০টার দিকে সেলুনের সাটারে টোকা দিলে সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে শাটার ভেঙে তারেকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, রাতের যেকোনো সময় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক।
বাড্ডা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহরাব হোসেন বলেন, সকালে খবর পেয়ে আফতাবনগরে অবস্থিত ওই সেলুনের শাটার ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের হুকের সঙ্গে ঝুলছিল।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]