
রাজধানীর ভাটারা বসুমতি এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু আহমেদ (২৮) নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে।
১৯ মার্চ, মঙ্গলবার সকাল সাড়ে টার দিকে ভাটারা বসুমতি আনসার ক্যাম্পের গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার সহকর্মী আফসার উদ্দিন জানান, নিহত রাজু মায়ের দোয়া নামে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়েছিলাম তিনি। এ সময় হঠাৎ পাশের নির্মাণাধীন দশ তলা ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাজুর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। বর্তমানে ভাটারা বসুমতি এলাকায় একটি মেসে থাকতো সে, তার বাবার নাম শাহাবুদ্দিন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]