
নকল মোবাইল তৈরিকারী চক্রের ইঞ্জিনিয়ারসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের প্রায় ৫০০ নকল ফোন ও মোবাইল যন্ত্রাংশ এছাড়াও সরঞ্জামদী জব্দ করা হয়েছে।
১৮ মার্চ, সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি সাইবার বিভাগের এডিসি জুনায়েদ আলম। এর আগে রবিবার (১৭ মার্চ) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি জানান, নকল ফোন তৈরিকারী চক্রের তিনজনকে গ্রেফতার করেছেন তারা। অভিযানে বিভিন্ন ব্রান্ডের-আইফোন, ভিভো, অপ্পো, রেডমি, রিয়েলমি এবং নোকিয়াসহ প্রায় ৫০০ নকল মোবাইল ও মোবাইল তৈরির যন্ত্রাংশ ও সরঞ্জামাদী জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ বিষয়ে আজ ডিবি কার্যালয়ে বিস্তারিত জানাবেন ডিবির প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]