
রাজধানীতে অভিযান চালিয়ে চারটি পিস্তল ও অস্ত্র বানানোর বিপুল সরঞ্জামসহ ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। সোমবার (১১ মার্চ) রাতে বাড্ডার হাজী আব্দুল হামিদ রোডস্থ পূর্ব-পদরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
১২ মার্চ, মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
গ্রেফতারকৃতরা হলেন-মোখলেছুর রহমান সাগর (৪২), তানভির আহম্মেদ (৩২), অনিক হাসান (২৮), আবু ইউসুফ সৈকত (২৮), রাজু হোসেন (৩৮) ও আমির হোসেন (৪০)।
তাদের কাছ থেকে চারটি পিস্তল, ৪ রাউন্ড কার্তুজ, ৭টি পিস্তলের কাঠের ফর্মা, ১০টি ফায়ারিং ম্যাকানিজম, ৪টি ট্রিগার, ২টি পিস্তলের হ্যান্ডগ্রিপ, ২টি ড্রিল বিট, ৫টি রেত, ৫০টি স্প্রিং, ৪০টি পিস্তলের নাট বল্টু, ২টি কম্পাস, ৩টি গাজ, ৪টি ক্লাম, ২টি ড্রিল মেশিন, ২টি বাইস, একটি বার্নি স্কেল, একটি মুগুর, ৪টি ক্লাম, ২০টি হেস্কো ফ্রেম, ২টি গোল্ড এলএস ফ্লাম, একটি টুল বক্স, একটি গ্যারেন্ডার মেশিন, একটি কাঠের যোগান, একটি হাতুরি, ৪টি শিরিস কাগজ উদ্ধার করা হয়।
তারা অবৈধ অস্ত্র তৈরি ও ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]