
রাজধানীর বাড্ডার আফতাবনগরে ট্রাকের চাপায় মোহাম্মদ শাহজাহান (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছে।
বৃহস্পতিবার(১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
ঠিকাদার মো. শহীদ মিয়া ঢাকা মেডিকেল জরুরি বিভাগে এসে জানান, আফতাবনগর ফুটপাতের সংস্কারের কাজ চলছিল, রাতে কাজ করার সময় হঠাৎ একটি ট্রাক দ্রুতগতিতে ফুটপাতের ওপর উঠে শাজাহানকে চাপা দেয় এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার, বক্তারহাট গ্রামে, তার পিতার নাম মৃত মোজাম্মেল হক বর্তমানে বাড্ডা এলাকায় থাকতেন তিনি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, বাড্ডা আফতাবনগর থেকে ট্রাকের ধাক্কায় আহত এক ব্যক্তি ঢাকা মেডিকেলে মারা যান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]