
রাজধানীর খিলক্ষেত রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো: শাহাবুদ্দিন (২০) বয়সী এক যুবক নিহত হয়েছেন, সে বুদ্ধি প্রতিবন্ধী ছিল।
সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাবুদ্দিনের ভাই শামীম আহম্মেদ বলেন, আমার ভাই বুদ্ধি প্রতিবন্ধী ছিল। সে রাতে খিলক্ষেত রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার, শিবচর থানার, রাজারচর মোল্লা কান্দি গ্রামের মো. মোতালেব হাওলাদের ছেলে ছিল সে। বর্তমানে খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতো।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন , মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]