
গাজীপুরের টঙ্গীতে কাভার্ডভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইজতেমায় আসা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালক, যাত্রী ও পথচারীসহ আহত হয়েছেন ১১ জন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের আগে সকাল পৌনে ৭টার দিকে টঙ্গীর সিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সোহেল মিয়া (৩৭) ও জনি মিয়া (১৮)।
এছাড়া আহতরা হলেন- মো. ফিরোজ (৫০) মো. জহিরুল ইসলাম (৫২), জিসান (২২), জাহিদ হাসান (৩৫), ইকবাল হোসেন (৫৫), অজ্ঞাত (৪০), অজ্ঞাত (৪০), নজরুল ইসলাম (৫০), আনিসুর রহমান, মো. বোরহান উদ্দিন (৫০) ও বাছির উদ্দিন (৫৫)। এদের মধ্যে থেকে অজ্ঞাত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]