
সারাদেশে জেঁকে বসেছে শীত। রাজধানীতেও তীব্র শীতের প্রকোপ। শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে ঘরে ঘরে কম্বল নিয়ে হাজির হলেন ঢাকা-১০ আসনের এমপি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। খেটে খাওয়া মানুষের কষ্ট লাঘব করতে তার এই প্রচেষ্টা।
নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে জনকল্যাণে নিজেকে ব্যস্ত রেখেছেন এই নায়ক-নেতা। সোমবার (১৫ জানুয়ারি) ইয়াংস্টার-এর উদ্যোগে ৫ দিন ব্যাপী ৫ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। ফেরদৌসের হাত দিয়ে এই উদ্যোগটির সূচনা হয়। ইয়াং স্টার গ্রুপের প্রধান বিশাল এই উদ্যোগটি নেন।
এসময় ফেরদৌস বলেন, বেশ কয়েকদিন ধরে তীব্র শীত পড়ছে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। সবাইকে বলব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।
এর আগে নির্বাচনে বিজয়ী হয়েই (৮ জানুয়ারি) নিজের পোস্টার নিজেই অপসারণ করেন ফেরদৌস। এছাড়াও ককটেল বিস্ফোরণে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিয়েছেন চিত্রনায়ক ও ঢাকা- ১০ এর বর্তমান এই সংসদ সদস্য।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]